
সরস্বতী পূজা কিভাবে পুষ্পাঞ্জলি দেওয়া হয় ?
সকালে (তিথি অনুসারে) স্নান করে, পরিস্কার জামা-কাপড় পরে মা সরস্বতীর প্রতিমার সম্মুখে বসতে হয় এবং নিজেদের পরাশুনার বই-খাতা বা অন্নান্য শিক্ষামুলক বস্তু মা সরস্বতীর প্রতিমার সম্মুখে রাখতে পার (যদি রাখতে ইচ্ছা হয় কোন বাধ্যতামুলক নয়)। নত মস্তক হয়ে দুই হাথ জোড় করে পুষ্পাঞ্জলি মন্ত্র তিন (৩) বার পাঠ করতে হবে ।
সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র :
ওঁ সরস্বতৈ নমো নিত্যং ভদ্রকাল্লৈ নমো নমঃ॥
বেদ- বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ স্বাহা ॥
এষ স চন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ ওঁ সরস্বতৈ নমো নমঃ॥
পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পর সরস্বতী প্রণামমন্ত্র নত মস্তক হয়ে দুই হাথ জোড় করে পাঠ করতে হয়। সরস্বতী প্রণামমন্ত্র পাঠ করার পর মা সরস্বতী কে স্বরণ করে প্রনাম কর।
সরস্বতী প্রণামমন্ত্র :
ওঁ জয় জয় দেবী চরাচরসারে। কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ॥
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমোহস্তুতে ॥
সরস্বতী পূজার ওয়ালপেপার ও ফটো ফ্রী ডাউনলোড করুন →
শুভ সরস্বতী পূজা। মা সরস্বতী পূজার পর সকলে মিলে এই দিন আনন্দের সাথে কাটানো দরকার।