বাড়ি তৈরির বাস্তু শাস্ত্র মেনে চলুন, পাবেন ধনসম্পদ ও সুখ শান্তি – বাংলা বাস্তু শাস্ত্র







<br /> বাড়ি তৈরির বাস্তু শাস্ত্র মেনে চলুন, পাবেন ধনসম্পদ ও সুখ শান্তি – বাংলা বাস্তু শাস্ত্র – Festivals Date Time</p> <p>






































বাড়ি তৈরির বাস্তু শাস্ত্র মেনে চলুন, পাবেন ধনসম্পদ ও সুখ শান্তি

©www.festivalsdatetime.co.in

বাস্তু মানে হল হাওয়া ও
আলোর নিয়ম পালন করা। আর যদি আপনার বাড়ির বাস্তু ঠিক থাকে তাহলে বাড়িতে সর্বদা
খুশি, সুখ-সম্ম্রিধি হয়ে থাকে। যদি আপনি বাড়ি তৈরি করার সময় বাস্তু নিয়ম মেনে বাড়ি
তৈরি করেন তাহলে পরে বাড়ির বাস্তু ঠিক করার জন্য বাড়িতে কোন রকম ভাঙ্গা-ভাঙ্গি করতে
হবে না। তাহলে আসুন জেনে নিন কিভাবে বাড়ি বানাবার সময় বাস্তু শাস্ত্র নিয়ম মেনে
চলবেন।

©www.festivalsdatetime.co.in

🔸 বাড়ি তৈরির সময় প্রথম ইট টি
বাড়ির পূর্ব বা উত্তর ভাগে রাখবেন।
বাংলা বাস্তু শাস্ত্র🔸 বাড়ির জন্য জমি পশ্চিম,
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে কাটবেন না।
🔸 বাড়ির দক্ষিণ-পশ্চিম
দিকের ভাগ সবার প্রথমে বানানো উচিৎ।
🔸 বর্গাকার এবং আয়তকার
জমিতে বাড়ি বানানো বাড়ি তৈরির পক্ষে সব থেকে ভালো এবং লাভবান।
🔸 বাড়ির সব দিক খোলা থাকা
দরকার মানে বাড়ির কোন দিকের দেয়াল অন্য কোন দেয়ালের সাথে না লেগে থাকে।

©www.festivalsdatetime.co.in

🔸 ত্রিভুজ আকারের জমিতে
বাড়ি না বানানো উচিৎ কারন এটি বাড়ির জন্য শুভ হয় না।
🔸 বেশীরভাগ বাড়ির দরজা যেন
পূর্ব দিকে খোলা যায় এইটি বাড়ির জন্য লাভবান।
🔸 বেডরুম দক্ষিণ বা পশ্চিম
দিকে হওয়া উচিৎ।
🔸 দক্ষিণ আর পশ্চিম দিকে
আয়না লাগানো বাড়ির জন্য শুভ হয়।

©www.festivalsdatetime.co.in

🔸 পুজা ঘর বাড়ির
উত্তর-পূর্ব দিকে হওয়া উচিৎ, সকল মূর্তি আর ফটোর মুখ পূর্ব বা পশ্চিম দিকে থাকা শুভ।
🔸 জমির ভেতরের ট্যাঙ্ক বা
জমির ভেতরের রুম উত্তর বা পূর্ব দিকে থাকা উচিৎ।
🔸 বড় বড় গাছ উত্তর বা পূর্ব
দিকে না থাকা বাড়ির জন্য ভালো, দক্ষিণ বা পশ্চিম দিকে বড় বড় গাছ থাকা বাড়ির জন্য
শুভ।

©www.festivalsdatetime.co.in

🔸 বার্থরুমের শিট কেবল
উত্তর-দক্ষিণ দিকে থাকা দরকার।


বাড়ি বানানোর সময় যদি আপনি
এই সব বাস্তু-শাস্ত্রের নিয়ম মেনে বাড়ি বানান তাহলে বাড়ির জন্য শুভ হবে এবং বাড়িতে
সুখ শান্তি সব সময় থাকবে। আশা করছি এই তথ্য আপনাদের অনেক সাহায্য করবে, এছাড়াও
আপনারা বাড়ি বানানোর সময় বাস্তু-শাস্ত্রের কোন জ্ঞানী মানুষের সাথে পরামর্শ করতে
পারেন যার ফলে আরও ভালো করে বাড়ির বাস্তু-শাস্ত্রের নিয়ম মেনে চলতে পারেন।   

#©www.festivalsdatetime.co.in কপি করে নিজের ওয়েবসাইট/ব্লগে পোস্ট করবেন না, করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। 

বাস্তু-শাস্ত্রের আরও তথ্য নীচে পাবেন-


🔸 বাড়ির মেন গেটের বাস্তু শাস্ত্র মেনে চলুন, বাড়িতে হবে মা লক্ষীর প্রবেশ ►
🔸 ব্যবসার জন্য বাস্তু শাস্ত্র পাবেন প্রচুর লাভ ও শুভ ফল ►
🔸 পড়াশুনায় একাগ্রতার জন্য বাস্তু শাস্ত্র যা বাড়াবে স্মৃতিশক্তি ও মনোযোগ ►

Most Popular

Made with in India.
Thank you for Using Festivals Date Time Website.

Leave a Comment