31 C
Kolkata
Thursday, May 6, 2021

‘মোটা’ তো কী হয়েছে, স্ল্যাকস ও ক্রপ টপে তন্বী সুন্দরীর সঙ্গে টেক্কা, সুপার ভাইরাল ভিডিও

Must read

#কলকাতা: চারদিকে চলছে হাহাকার , করোনার গ্রাসে জর্জরিত দেশ৷ কিন্তু ডিপ্রেসনে ডুবে গেলে তো চলবে না৷  ঠিক থাকতেই হবে৷ শারীরিক ও মানসিক দুই জোরই ৷ তাই মূলত মনটা ভালো রাখতেই হবে৷ তার জমন্য সামাণ্য বিনোদনও থাকতেই হবে জীবনে৷ নতুন সিনেমা হলে গিয়ে, মাঠে খেলা দেখা এই সব অভ্যাসই তো ছাড়তে হয়েছে ৷ তবে তাতে বিনোদনের খামতি নেই৷ সোশ্যাল মিডিয়ায় চোখ মেললেই ঠাসা বিনোদনের উপকরণ৷ সেরকমই একটি সোশ্যাল হ্যান্ডেল গ্রুপ থেকে পোস্ট হওয়া একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে৷

ভিডিওটিতে দুই মহিলা কে নাচতে দেখা যাচ্ছে৷ পঞ্জাবি জনপ্রিয় গানের সুরে দুই সুন্দরীর শরীরি হিল্লোল অনবদ্য৷ দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে ওঠা সেই ভিডিও৷

আসলে ভিডিওটি অন্য পাঁচটা ভিডিও-র থেকে আলাদা৷ সাধারণত এই ধরণের ডান্স ভিডিওতে একজন একদম হিসেবনিকেশ মেনে শরীরের অধিকারী অর্থাৎ পারফেক্ট তন্বী৷ অন্যজন একেবারে স্থূলকায়া৷ মোটা শরীরের থলথলে বিষয় কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি৷ এই নাচের ভিডিওতে দু‘জনকেই একে অপরের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টায় আরও সুন্দর হয়ে উঠেছে৷

দ্বারা প্রকাশিত:দেবলিনা দত্ত

প্রথম প্রকাশিত:Source

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article