29 C
Kolkata
Sunday, May 16, 2021

খুলনায় গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Must read

ঈদুল ফিতর সামনে রেখে গণপরিবহন চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

রোববার (০২ মে) দুপুরে খুলনা বিভাগীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। দীর্ঘদিন পরিবহন বন্ধ থাকায় তারা অসহায় হয়ে পড়েছেন। পরিবহন সেক্টরে খুলনার প্রায় ১৫ হাজার শ্রমিক জড়িত। তাদের করুণ দশার সৃষ্টি হয়েছে। সে কারণে তারা বিক্ষোভ করেছেন।

শ্রমিক নেতারা বলেন, লকডাউনে সব কিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। উপার্জনের পথ বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ঈদের আগে গণপরিবহন চালুর দাবিতে নগরীর বিভিন্ন সড়ক বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব ও খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ প্রমুখ।

কর্মসূচিতে শতশত চালক, হেলপার, সুপারভাইজার, টিকিট মাস্টার, কাউন্টার মাস্টার, টার্মিনাল লাইনম্যান, কলারম্যান-স্ট্যাটাররা অংশ নেন।Source

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article